প্রশ্ন: চট্টগ্রাম জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৬৬৬ সালে।
প্রশ্ন: চট্টগ্রাম জেলার সীমানা কি?
উ: চট্টগ্রাম জেলার সীমানা:
✅ উত্তরে: ফেনী ও ভারতের ত্রিপুরা রাজ্য
✅ দক্ষিণে: কক্সবাজার ও বঙ্গোপসাগর
✅ পূর্বে: খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম (রাঙামাটি) ও বান্দরবান
✅ পশ্চিমে: ফেনী, মেঘনা নদী ও বঙ্গোপসাগর
প্রশ্ন: চট্টগ্রাম জেলার আয়তন কত?
উ: ৫,২৮৩ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: চট্টগ্রাম জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: অগ্রণী চট্টগ্রাম।
প্রশ্ন: চট্টগ্রাম জেলার গ্রাম কতটি?
উ: ১২৬৭ টি।
প্রশ্ন: চট্টগ্রাম জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ১৯০ টি।
প্রশ্ন: চট্টগ্রাম জেলার উপজেলা কতটি ও কি কি?
উ: ১৫টি। মীরসরাই, সীতাকুন্ড, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী, বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া, কর্ণফুলী।
প্রশ্ন: চট্টগ্রাম জেলার পৌরসভা কতটি?
উ: ১৫টি। মীরসরাই, বারইয়ারহাট, সীতাকুন্ড, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, ফটিকছড়ি, হাটহাজারী, বোয়ালখালী, নাজিরহাট, দোহাজারী।
প্রশ্ন: চট্টগ্রাম জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উ: ভোজ্য তেল শিল্প, সাবান শিল্প, কাচ শিল্প, লবণ শিল্প, জাহাজ নির্মাণ কারখানা, প্রাকৃতিক গ্যাস, পাট শিল্প, বস্ত্র শিল্প, তাঁত শিল্প, তামাক শিল্প, চর্ম শিল্প, ঔষধ শিল্প, প্রকৌশলী শীলা।
প্রশ্ন: চট্টগ্রাম জেলার নদ-নদী কি কি?
উ: কর্ণফুলী, হালুদা, সাঙ্গু, ফেনী ইত্যাদি।
প্রশ্ন: চট্টগ্রাম জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: ফয়স লেক, সীতাকুণ্ড ইকো পার্ক ও চন্দ্রনাথ মন্দির , পতেঙ্গা সমুদ্র সৈকত, বায়েজিদ বোস্তামির মাজার, আগ্রাবাদ জাতিতত্ত্ব জাদুঘর, জিয়া স্মৃতি জাদুঘর, ঐতিহাসিক কোর্ট বিল্ডিং।
প্রশ্ন: চট্টগ্রাম জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: আবদুল করিম সাহিত্য বিশারদ (কবি ও সাহিত্যিক), মাস্টার দা সূর্য সেন (ব্রিটিশ বিরোধী নেতা), সৈয়দ ওয়ালী উল্লাহ (ঔপন্যাসিক ও সাহিত্যিক), আহমদ শরীফ (সাহিত্যিক ও শিক্ষাবিদ), অধ্যাপক নুরুল ইসলাম (সমাজ সেবক), ড. মুহম্মদ ইউনূস(অর্থনীতিবিদ, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা), সৈয়দ সুলতান (কবি), প্রিন্সিপাল আবুল কাশেম (শিক্ষাবিদ), জহুর আহমদ চৌধুরী (রাজনীতিবিদ ও সমাজ সেবক), নবীন চন্দ্র সেন (কবি ও সাহিত্যিক), প্রীতিলতা ওয়াদ্দেদার (ব্রিটিশবিরোধী নেত্রী), ফজলুল কাদের চৌধুরী (রাজনীতিবিদ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত (কবি), আলাওল (মহাকবি), মহিউদ্দিন চৌধুরী (সাবেক মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, রাজনীতিবিদ), আখতারুজ্জামান চৌধুরী বাবু (ব্যবসায়ী ও রাজনীতিবিদ)।